- এ রোগের আরেক নাম হল বেবিসিওসিস/babesiosis/Piroplasmisis/Red water fever
- এ রোগের বাহক হল এক ধরনের পরজ়ীবি নাম হল babesia spp
- অসুস্থ গরুকে প্রথমে সুস্থ গরু থেকে আলাদা করে ফেলতে হবে।
- পর্যাপ্ত পরিমানে পানি খাওয়াতে হবে ।ডাবের পানি হলে সবচেয়ে ভাল হয়।
- চিকিৎসা হিসেবে Imidocarb Dipropionate গ্রুপের ঔষধ যেমন babe cure দেওয়া যেতে পারে।মাত্রা হল ১-২.৫ মিলি প্রতি ১০০ কেজি দৈহিক ওজনের জন্য।প্রয়োজন হলে ১ দিন পর পূনরায় প্রয়োগ করতে হবে।
- অথবা, Aromatic Diamidinies গ্রুপের ঔষধ যেমন Berenil 0.৮ গ্রাম/ ১০০ কেজি দৈহিক ওজনের জন্য ব্যবহার করা যেতে পারে।
- কোম্পানির ঔষধ পাওয়া না গেলে, ৮-১০ গ্রাম এলাম এবং ১০-১৪ গ্রাম বোরিক এসিড,২৫০ মিলি পানির সাথে মিশিয়ে দিনে তিন বার করে দুই দিন খোওয়ালে এ রোগ ভাল হয়ে যায়।
- সাথে যে কোন একটা পেনিসিলিন/পেনিসিলি+ স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ঔষধ যেমন Pronaphen 40 lac ১০ মিলি/১০০ কেজি দৈহিক ওজনেরে জন্য ৫-৭ দিন দে ওয়া যেতে পারে।
লেখকঃডাঃসুচয়ন চৌধুরী
ভেটেরিনারি সার্জন