Translate

Tuesday 3 January 2017

বালুখালির পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও RED CRESCENT SOCIETY

প্রাণিসম্পদ কর্মকর্তার কর্তৃক প্রশিক্ষন প্রদান
   রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রশিক্ষন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

প্রশিক্ষক ভি,এফ,এ কুঞ্জ বিহারী চাকমা
 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ইকোসেক প্রকল্পের আওতায় আয়োজিত গবাদি প্রাণি পালন ও রোগ বালাই সম্পর্কিত প্রশিক্ষন অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা (অ.দা.) ডা: সুচয়ন চৌধুরী এবং সিনিয়র ভি,এফ,এ বাবু কুঞ্জ বিহারী চাকমা।

উক্ত প্রশিক্ষনে গবাদি পশু পালনের প্রয়োজনীয়তা,
বিভিন্ন প্রতিবন্ধকতা,রোগবালাই,প্রতিরোধ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।






প্রশিক্ষনার্থীর একাংশ
প্রশিক্ষনার্থীর একাংশ


লেখকঃ ডাঃ সুচয়ন চৌধুরী
             ভেটেরিনারি সার্জন