Translate

Monday 4 September 2017

Farmer Hope ব্রয়লার খামার পরিকল্পনা (পর্ব-১)ঃ আপনি কি ভাবছেন?



ব্রয়লার খামার পরিকল্পনা (পর্ব-১)ঃ আপনি কি ভাবছেন?

 
দেশের সর্ব স্তরের মানুষের কাছে যে খাদ্যটি সহজে সুলভে মাংসের চাহিদা পূর্ন করে তা হল ব্রয়লার মুরগীর মাংস।আর এ মাংস উৎপাদনের সাথে যুক্ত আছে খামারী সহ লক্ষ লক্ষ মানুষ।আপনিও কি ব্রয়লার খামারীদের একজন হতে চাইছেন? উত্তর যাদের “হ্যা” তারা নীচের কথাগুলো একটূ পড়ে নিতে পারেন।

আপনি হয়ত জানেন, ব্রয়লার খামার এমন একটি শিল্প যা খুব অল্প সময়ে আপনাকে লাভ দিবে।আপনি যদি আজকে ব্রয়লার মুরগীর এক দিনের বাচ্চা পালন শুরু করেন তা হলে ধরে নিতে পারেন এক মাস পরে লাভ সহ প্রাথমিক মুলধন তুলে নিতে পারবেন।তবে এর মাঝখানের প্রতিকূলতাগুলো আপনাকে মোকাবিলা করে জয়ী হতে হবে।

আর যদি প্রতিকুলতা না থাকত তা হলে তো লোকজন অন্যান্য সব কাজ বাদ দিয়ে ব্রয়লার খামার শুরু করে দিতেন।তা কিন্তু হয় না।

লেখাটা যখন পড়া শুরু করেছেন, তা হলে ধরে নিচ্ছি আপনার আগ্রহ আছে।আর নিজেকে তৈরী করার জন্য এই ধারাবাহিক পেইজের এই ধারাবাহিক পর্বগুলো নিয়মিত পড়তে থাকুন।আশা করি আপনার এগিয়ে যাওয়ার পথে সাহস যোগাবে।

ব্রয়লার খামার করার কথা ভাবলেই প্রথমে মাথায় প্রশ্ন আসে “কত টাকা” লাগতে পারে।তাই আগামী পর্বে সেই বিষয়ে আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করব।সেই পর্যন্ত
www.facebook.com/farmerhope.page/   like দিয়ে সাথেই থাকুন।


ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
আরো জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করতে পারেন

১। পর্ব-১ঃ আপনি কি ভাবছেন ব্রয়লার খামার করবেন?

২। পর্ব-২ঃ প্রতি ব্যাচে মুরগীতে কত খরচ হতে পারে?

৩।পর্ব-৩ঃ প্রতি মুরগীর জন্য কত জায়গা   প্রয়োজন?(গ্রীষ্ককাল)

৪।পর্ব-৪ঃ প্রতি মুরগীর জন্য কত জায়গা প্রয়োজন?(শীতকাল)
               
৫। পর্ব-৫ঃ মুরগী তোলার আগের প্রস্তুতি


৬। পর্ব-৬ঃ প্রথম বাচ্চা গ্রহনের পর করনীয় 



No comments:

Post a Comment