Translate

Wednesday 31 May 2017

আগামী কাল রাঙ্গমাটিতে বিনামূল্যে দুগ্ধ বিতরন

প্রিয় খামারীরা,
আমরা কি পারি না,আগামীকাল আমাদের খামারের ১ লিটার দুধ এক বা একাধিক মানুষের হাতে তুলে দিতে, যাদের নিয়মিত দুধ পানের সুযোগ হয় না?অবশ্যই পারি।
রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীরা সেরকম একটা উদ্যোগ নিয়েছেন। আগামীকাল উনারা প্রত্যেকে কমপক্ষে এক লিটার দুধ বিনা মুল্যে বিতরনের জন্য প্রদান করবে।যা প্রাণিসম্পদ বিভাগ এর তত্ত্বাবধানে সংগ্রহ করে, ভেদভেদী সরকারী শিশূ সদনের শিশু-কিশোরদের মাঝে বিতরন করা হবে।
আপনার এলাকায় আপনিও এরকম একটা উদ্যোগ নিতে পারেন।আপনার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মুখে হাসি ফুটাবে।যার মূল্য অমূল্য......
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

Saturday 27 May 2017

রাঙ্গামাটির ডেইরী খামারীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষন সম্পন্ন





রাঙ্গামাটি সদর উপজেলার ৪০ জন ডেইরী খামারীকে কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারন ও ভ্রুন স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্পের আওতায় "তিন দিন ব্যাপী কৃত্রিম প্রজনন এবং খামার ব্যবস্থাপনা" বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষনের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমোঃ শাখাওয়ার হোসেন।প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ) ডাঃসুচয়ন চোধুরী,জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃদেবরাজ চাকমা; এন,এ,টিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃজাগৃতি চাকম; ভিএফএ (এ আই) দীপল চকমা;ভিএফএ কুঞ্জ বিহারী চাকমা সহ অভিজ্ঞ প্রশিক্ষক বৃন্দ।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীরা তাদের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, তাদের সফল খামার গড়ে তুলার জন্য এ প্রশিক্ষন খুব কাজে লাগবে।

প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ) ডাঃসুচয়ন চোধুরী।


ডাঃ সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর








Sunday 21 May 2017

আজ(২২/০৫/১৭ ইং) ডেইরী খামারীদের প্রশিক্ষন প্রদান


আজ (২২/০৫/১৭ ইং) সকাল ১০:০০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, রাঙ্গামাটি সদর এর প্রশিক্ষন কেন্দ্রে ডেইরী খামার ব্যবস্থাপনার উপর ৩ দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হবে।

 নির্বাচিত খামারীদেরকে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে নিবিন্ধন সম্পন্ন করে যাথা সময়ে প্রশিক্ষনে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হল।

উল্লেখ্য,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন।

ডাঃসুচয়ন চৌধরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

Saturday 20 May 2017

রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীদের বিনামূল্যে প্রশিক্ষন প্রদান করা হবে

রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক উক্ত উপজেলার  ডেইরী খামারীদের বিনা মূল্যে প্রশিক্ষন দেওয়া হবে।আগ্রহীদের www.facebook.com/farmerhope.page/  এই page অথবা message অথবা comments অপশানে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।অফিস চলাকালিন সময়ে সরাসরি অফিসে এসে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় তথ্য


  • উল্ল্যেখ করতে হবেঃ
    •   খামারের নাম,খামারীর নাম,ঠিকানা,ছবি,মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদি।

  • প্রশিক্ষনের স্থানঃ 
    • প্রশিক্ষন কক্ষ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,রাঙ্গামাটি সদর।
  • সময়ঃ 
    • সকাল ৯.৩০ টা
  • তারিখঃ 
    •  ২২,২৩,২৪ মে,২০১৭ ইং
  • প্রশিক্ষনের বিষয়ঃ 
    • ডেইরী খামার ব্যবস্থাপনা,কৃত্রিম প্রজনন এবং রোগ জিজ্ঞাসা।
  • আবশ্যকঃ 
    • ১) রাঙ্গামাটি সদর উপজেলার খামারী হতে হবে;
    • ২) আসন খুবই সীমিত তাই আগে আসলে অগ্রাধিকার পাবে;
    • ৩)নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
  • ক্ষমতা সংরক্ষনঃ
    • প্রশিক্ষনার্থীর তালিকা,প্রশিক্ষনের স্থান,সময়,বিষয় সহ প্রশিক্ষন সংক্রান্ত যাবতীয় বিষয় সংযোজন,বিয়োজন,পরিবর্তন বা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
ডাঃসুচয়ন চৌধুরী

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)

রাঙ্গামাটি সদর

Friday 19 May 2017

রাঙ্গামাটির দূর্গম পাহাড় চূড়ায় সফল কোয়েল খামারী




প্রকৃতির প্রতিকূলতাকে হার মানিয়ে রাঙ্গামাটির পাহাড়ে অংশিপ্রূবো রোয়াজ  গড়ে তুলেছেন বিশাল কোয়েল খামার।না দেখলে বিশ্বাসই করা যায় না যে ঐরকম একটা জায়গায় এরকম একটা খামার গড়ে উঠতে পারে।কিন্তু তিনি তাই করেছেন।তার সেই সফলতার গল্প বিটিভির “বাংলার কৃষি” অনুষ্ঠানে গত ১৭/০৫/১৭ ইং প্রচার করা হয়।তার  ভিডিওটি আমি আপনাদের জন্য নিচে শেয়ার করলাম।আশা করি ভাল লাগবে।

চিন্তায় মননে মানসিকতায় আধুনিক এই খামারী ভাল লাগা থেকেই শুরু করেন তার খামার।অবশ্য তিনি এজন্য দীর্ঘ দিন প্রশিক্ষন নিয়েছে।অন্য খামারে কাজ করেছেন।নিজেকে দক্ষ করে গড়ে তোলার জন্য।এটা নতুন খামারীদের জন্য অনুকরনীয়।

নাম মাত্র কয়েকটি কোয়েল নিয়ে শুরু করা এই খামারে বর্তমানে ২৩০০টির অধিক কয়েল রয়েছে।প্রতিদিন গড়ে ১০০০টি করে ডিম বিক্রি করেন তিনি।প্রতিটির দাম ২
.৫ – ৩ টাকা।অন্যান ডিমের চেয়ে ওজন অনুপাতে পুষ্টি গুন বেশি হওয়া স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই ডিমের।আকারে ছোট হওয়ায় বাচ্চারা এই ডিম ব্যপক পছন্দ করেন।
আধুনিক এই খামারীর রয়েছে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর।স্থানীয় আগ্রহী খামারীদের জন্যও অল্প বিস্তর বাচ্চার সরবরাহ দিয়ে থাকেন তিনি।তাছাড়া পুরুষ কোয়েলের সংখ্যা বেশি হয়ে গেলে অতিরিক্ত কোয়েল বাজারে বিক্রি করে দেয়।প্রাপ্ত বয়স্ক কোয়েলেরও বাজার দর ভাল।
তিনি নিজের মুখেই খামারের বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে তুলে ধরেছেন।তাছাড়া নতুন খামারীরা কোয়েল পালনের বিভিন্ন টিকিটাকি জেনে নিতে পারবেন আশা করছি। 


ফেইসবুক পেইজঃ Facebook page
 
ডাঃ সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গমাটি সদর

Wednesday 17 May 2017

আজ(১৮/০৫/১৭ ইং) ব্রয়লার খামারীদের প্রশিক্ষন রাঙ্গামাট সদরে


আজ (১৮/০৫/১৭ ইং) সকাল ১০:০০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, রাঙ্গামাটি সদর এর প্রশিক্ষন কেন্দ্রে ব্রয়লার খামার ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হবে।

 নির্বাচিত খামারীদেরকে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে নিবিন্ধন সম্পন্ন করে যাথা সময়ে প্রশিক্ষনে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হল।

উল্লেখ্য,প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি প্রদান করেছেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন।

ডাঃসুচয়ন চৌধরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

Sunday 14 May 2017

রাঙ্গামাটি সদর উপজেলার ব্রয়লার খামারীদের বিনামূল্যে প্রশিক্ষন




 

রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক উক্ত উপজেলার ব্রয়লার খামারীদের বিনা মূল্যে প্রশিক্ষন দেওয়া হবে।আগ্রহীদের www.facebook.com/farmerhope.page/  এই page অথবা message অথবা comments অপশানে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।অফিস চলাকালিন সময়ে সরাসরি অফিসে এসে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় তথ্য


  • উল্ল্যেখ করতে হবেঃ
    •   খামারের নাম,খামারীর নাম,ঠিকানা,ছবি,মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদি।

  • প্রশিক্ষনের স্থানঃ 
    • প্রশিক্ষন কক্ষ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,রাঙ্গামাটি সদর।
  • সময়ঃ 
    • সকাল ৯.৩০ টা
  • তারিখঃ 
    •  পরবর্তীতে জানানো হবে তবে (চলতি মাসের যেকোন সময়)।
  • প্রশিক্ষনের বিষয়ঃ 
    • ব্রয়লার খামার ব্যবস্থাপনা এবং রোগ জিজ্ঞাসা।
  • আবশ্যকঃ 
    • ১) রাঙ্গামাটি সদর উপজেলার খামারী হতে হবে;
    • ২) আসন খুবই সীমিত তাই আগে আসলে অগ্রাধিকার পাবে;
    • ৩)নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
  • ক্ষমতা সংরক্ষনঃ
    • প্রশিক্ষনার্থীর তালিকা,প্রশিক্ষনের স্থান,সময়,বিষয় সহ প্রশিক্ষন সংক্রান্ত যাবতীয় বিষয় সংযোজন,বিয়োজন,পরিবর্তন বা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
ডাঃসুচয়ন চৌধুরী

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)

রাঙ্গামাটি সদর

Friday 12 May 2017

সফল খামারী সুভাসের খামারের গল্প বিটিভিতে


রাঙ্গামাটির সদর উজেলার পৌরসভার রাঙ্গাপানি এলাকায় সুহাস চাকমাকে কম বেশি সবাই এক নামে চিনে ডেইরী খামারী হিসেবে।নিজের ঘাম ঝড়িয়ে তিল তিল করে গড়ে তোলা খামার, তাকে দিন দিন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে।

তার সেই সাফল্যের কথা বাংলাদেশ টেলিভিশন “বাংলার কৃষি” অনুষ্ঠানে তুলে ধরেন।তার সেই সাফল্যের গল্প শুনতে যে কোন খামারীরই ভাল লাগবে।
তিনি একটা একটা করে গাভীগুলোকে গড়ে তুলেছেন।নেপিয়ার,পাকচুং এবং জার্মান ঘাসের বিশাল বিশাল প্লট তৈরী করেছেন।শুধু মাত্র নিজের ঐকান্তি প্রচেষ্ঠা আর মনোবলের কারনে।তার সফলতার আরো একটি মুল কারন হল,তিনি নিয়মিত ভাবে রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কৃত্রিম প্রজননসহ বিভিন্ন সেবা নিয়ে দিনের পর দিন নিজের খামারকে সমৃদ্ধ করেছেন।আমাদেরও সেই গল্প বলতে ভাল লাগে।
তার সেই গল্প আপনাদের সামনে তলে ধরার জন্য একটা ভিডিও লিংক শেয়ার করলাম সময় পেলে একটু দেখে নিতে পারেন।