Translate

Thursday 5 October 2017

ব্রয়লার খামার পরিকল্পনা (পর্ব-৪)ঃপ্রতি মুরগীর জন্য কত জায়গা প্রয়োজন?(শীতকাল)




শীতকাল প্রায় ছূঁই ছঁই করছে।কিছু দিন পরই শুরু হবে ঠান্ডা বাতাসে কাঁপাকাঁপি।এই সময়ে মুরগীর ছুটাছুটি তুলনা মুলকভাবে কম থাকে।একটি মুরগী অন্য মুরগীর কাছাকাছি থেকে  উষ্ণতা পেতে তাই চাই।তাই এই সময় মুরগীর জন্য গ্রীষ্ম কালের তুলনায় কম জায়গা লাগে।

মুরগীর বয়স ১-৩ দিনের মধ্যে হলে প্রতি মুরগীর জন্য গড়ে ০.২ বর্গফুট জায়গা প্রয়োজন।আর মুরগী বাড়ার সাথে সাথে তার জন্য বরাদ্দকৃত স্থানের পরিমানও বাড়াতে হবে।সাধারনত মুরগীর বাচ্চার বয়স ৪-৭ দিন হলে প্রতি মুরগীর জন্য ০;.৩৫ বর্গফুট স্থানের প্রয়োজন।

পরবর্তীতে মুরগীর বয়স ৮-১১ দিন হলে ০
.৪৫ বর্গফুট জায়গা প্রয়োজন।০.৫ বর্গফুট জায়গা প্রতিটি মুরগীর জন্য রাখতে হবে যখন বয়স ১২-১৪ দিন।

১৫-২০ দিন বয়সের প্রতিটি মুরগীর জন্য ০
.6 বর্গফুট জায়গা প্রয়োজন।তবে বয়স ২০ দিনের উপরে হয়ে গেলে প্রতিটি মুরগীর জন্য গড়ে ১ বর্গফুট জায়গা হিসেব করতে হবে।

প্রাপ্ত বয়স্ক প্রতিটি মুরগীকে কোনভাবে ১ বর্গফুটের কম জায়গা দেওয়া যাবে না।এই হিসাব মত জায়গা দিলে মুরগী স্বস্তিতে থাকবে।আর ওজন বৃদ্ধিও স্বাভাবিক হবে।

তবে মুরগীর ওজন দুই কেজির উপরে হল বাড়তি জায়গা দিতে হবে।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদা)
রাঙ্গামাটি সদর
আরো জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করতে পারেন

১। পর্ব-১ঃ আপনি কি ভাবছেন ব্রয়লার খামার করবেন?

২। পর্ব-২ঃ প্রতি ব্যাচে মুরগীতে কত খরচ হতে পারে?

৩।পর্ব-৩ঃ প্রতি মুরগীর জন্য কত জায়গা   প্রয়োজন?(গ্রীষ্ককাল)

৪।পর্ব-৪ঃ প্রতি মুরগীর জন্য কত জায়গা প্রয়োজন?(শীতকাল)
               
৫। পর্ব-৫ঃ মুরগী তোলার আগের প্রস্তুতি


৬। পর্ব-৬ঃ প্রথম বাচ্চা গ্রহনের পর করনীয় 



No comments:

Post a Comment