Translate

Thursday 29 December 2016

Normal body Temparature of Domestic and Pet Animals


আপনার পোষা-পালিত প্রাণিটির স্বাভাবিক তাপমাত্রা জানুন

প্রাণি অসুস্থ হলে যে লক্ষনটি খুব বেশি দেখা যায় তা হল, প্রাণিটির শরীরে জ্বর আসা।অর্থাৎ তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে বুঝতে হবে প্রাণিটির জ্বর উঠেছে।তার জন্য আগে জানতে হবে প্রাণিটির স্বাভাবিক তাপমাত্র কত?

 

তাই নিচে প্রাণির স্বাভাবিক তাপমাত্রার একটা চার্ট দিলাম।এই তাপমাত্রা ১ ডিগ্রী কম বা বেশি(±) হলেও স্বাভাবিক তাপমাত্রা ধরা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য প্রাপ্ত বয়স্ক মানুষের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রী ফারেনহাইট।

সাধারনত ডাক্তারী থার্মোমিটারে ডিগ্রী ফারেনহাইটে (°F) এ তাপমাত্রা মাপা হয়।

মনে রখবেন,মানুষের তাপমাত্রা যে থার্মোমিটার দিয়ে মাপা হয় সেই একই থার্মোমিটার দিয়ে প্রাণির তাপমাত্রাও মাপা যায়।


প্রাণির নাম
তাপমাত্রা(ডিগ্রী ফারেনহাইট)
গরু (দুধ উৎপাদনকারী)
১০১.৫ ± ১
গরু (মাংস উৎপাদনকারী)
১০১.০ ± ১
ছাগল
১০২.৩ ± ১
ভেড়া
১০২.৩ ± ১
শুকর
১০২.৫ ± ১
ঘোড়া
১০০.০ ± ১
হাতি
              ৯৭.০ ± ১
কুকুর
১০২.০ ± ১
বিড়াল
১০১.৫ ± ১
খরগোশ
১০৩.১ ± ১
মুরগী
             ১০৭.০ ± ১
                                     (Source: Dukes Physiology of Domestic Animal, 10th Edition)

লে
ডাঃ সুচয়ন চধুরী
ভেটেরিনারি সার্জন  

No comments:

Post a Comment