Translate

Friday 21 April 2017

খামারীর স্বপ্ন


নাম তার টনিক চাকমা। টগবগে এই তরুনের স্বপ্ন সফল খামারী হবার।তাই বেকারত্বের কালিমা গুছিয়ে স্বাবলম্বী হতে রাঙ্গামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের প্রিয় মোহন দেওয়ান পাড়া এলাকার শুরু করেন ডেইরী খামার।

রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় সাফল্যের মুখও দেখতে শুরু করেছেন তিনি।সহকর্মী ভি,এফ,এ (এ,আই) দীপল চাকমা নিয়মিত সফলভাবে কৃত্রিম প্রজনন করিয়ে আসছেন।এবার তার খামারে প্রথম বারের মত ব্রাহমা জাতের বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করানো হয়েছে।সবাই তার জন্য শুভ কামনা করবেন যেন উনি একটি ভাল দেশি X ব্রাহমা বাচ্চা পাই।



যেহেতু উনি নতুন খামারীতাই অভিজ্ঞ খামারীরা তাদের অভিজ্ঞ পরামর্শ কমেন্টস করে তার ভবিষ্যতের পথ চলা আরো সুন্দর করবেন

ডাঃ সুচয়ন চৌধুরী
উপজলেয়া প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

Visit our fb page :Farmer Hope

No comments:

Post a Comment