Translate

Saturday 22 April 2017

বৃষ্টি বাদলে ব্রয়লার মুরগীর খামার ব্যবস্থা পনা

বৃষ্টির দিনে ব্রয়লার মুরগীর খামারে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে
১)কাল বৈশাখীরা বৃষ্টি সময় প্রাচুর বাতাস থাকে তাই।খামারের চাল উড়ে যেতে পারে তাই মাটির সাথে শক্ত খুঁটি পুতে তার শক্ত তার বা দড়ি দিয়ে টানা দিয়ে বাঁধতে হবে যাতে প্রচন্ড বাতাস উড়িয়ে না নিতে পারে।
২) খামারে সব সময় পর্দা ফেলে রাখা যাবে না।বিশেষ করে মুরগীর বয়স ১৫ দিনের অধিক হলে।যখন প্রয়োজন তখন পর্দা ফেলতে হবে।আবার আবহাওয়া স্বাভাবিক হলে পর্দা তুলে দিতে হবে।
৩) মুরগী বড় হয়ে গেলে পর্দা কখনো সম্পুর্ন ফেলা যাবে  না।সবচেয়ে ভাল হয় উপরে ২ ফুট খালি রেখে নিচের দিকে পর্দার ফেলা হলে।
৪) খামারে যাতে কোন ভাবে বৃষ্টির পানি ঢুকতে না পারে সেদিকে সতর্ক তগাকতে হবে।
৫) খামারে পর্যাপ্ত আলো বাতাস চলা চলের ব্যবস্থা রাখতে হবে।যাতে করে মুরগী পর্যাপ্ত বাতাস পাই।যা তার বৃদ্ধির জন্য খুব প্রয়োজন।
৬)খামারের লিটার/ভুষি পর্যাপ্ত শুষ্ক রাখার চেষ্ঠা করবেন।

No comments:

Post a Comment