যারা ব্রয়লার খামার করার স্বপ্ন দেখছেন তাদের মনে এই প্রশ্নটি ঘুর পাক খেতে থাকে হর হামেশা।তাদের জন্য বলছি, এত ভাবাভাবির কিছু নেই,যদি ভাবেন খামার করবেন তাহলে আর চিন্তা কি! হাতে এক লাখ থেকে দেড় লাখ টাকা থাকলেই এক হাজার মুরগীর একটা ব্যাচ করার সাহস আপনি করতেই পারেন।
ধরে নিচ্ছি ঘর আপনার বানানোই আছে।আর যদি নাও থাকে ঘর বানানোর জন্য আপনার খরচ হবে এক বার।বার বার নয়।তবে আপনি মোটামুটি ৬০ – ৭০ হাজার টাকার মধ্যে এক হাজার মুরগীর জন্য একটি ঘর তৈরি করে নিতেই পারেন।খরচ বেশি হলেও তা এক লক্ষ টাকা ক্রস করবে না।প্রয়োজনে মিস্ত্রী ডেকে আলাপ করে নিতে পারেন পূর্বেই।
কেউ কেউ মনে করেন, ব্রয়লার মুরগীর এক দিনের বাচ্চার দাম জোয়ার ভাটার মত উঠা নামা করে।কি চিন্তাই পড়ে গেলেন তো? তবে গড়ে ধরে নিতে পারেন ৩০ - ৫০ টাকা এর মধ্যেই থাকে কিছু ব্যতিক্রম ছাড়া।
আর রেডি মুরগির দাম! সেটাও পরিবর্তনশীল।তবে যেদিকে নৌকা,সেদিকে পাল তুললেই আপনি লাভের নৌকা বাইতে পারবেন।
ব্রয়লার পালন বর্তমানে একটি শিল্প, বিশাল বানিজ্য ক্ষেত্র।এতক্ষন ধরে যখন পোষ্টটি পড়লেন, তাই ধরেই নিচ্ছি আপনি একজন নতুন উদ্যোগতা হতে যাচ্ছেন।হোক না সেটা একশ, পাঁচশ অথবা এক হাজার মুরগী দিয়ে। আপনার একশত মুরগীর খামারই হয়ত একদিন এক লক্ষ মুরগীর খামারে পরিনত হবে।
এখন সিদ্ধান্ত আপনার।ভাবুন,শিখুন,জানুন,তারপর শুরু করুন।সফল আপনি হবেনই হবেন, নিশ্চিত থাকুন।
পরবর্তী পর্বে আপনি খামার সম্পর্কে কি জানতে চান, তা জানিয়ে কমেন্টস করুন অথবা মেসেজ করুন আর www.facebook;.com/farmerhope.page/ এ like দিয়ে সাথেই থাকুন।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাট সদর
আরো জানতে নিচের লিংকগুলোতে ক্লিক করতে পারেন
১। পর্ব-১ঃ আপনি কি ভাবছেন ব্রয়লার খামার করবেন?
২। পর্ব-২ঃ প্রতি ব্যাচে মুরগীতে কত খরচ হতে পারে?
৩।পর্ব-৩ঃ প্রতি মুরগীর জন্য কত জায়গা প্রয়োজন?(গ্রীষ্ককাল)
৪।পর্ব-৪ঃ প্রতি মুরগীর জন্য কত জায়গা প্রয়োজন?(শীতকাল)
৫। পর্ব-৫ঃ মুরগী তোলার আগের প্রস্তুতি
৬। পর্ব-৬ঃ প্রথম বাচ্চা গ্রহনের পর করনীয়
No comments:
Post a Comment