গরুর ঘরটা এমন হওয়া চাই যেখানে আপনি ঢুকলে স্বস্তি পান।তাই ঘরের চালের উচ্চতা কোন ভাবেই ১০ ফুটের নীচে নয়।আর দুই চালা বানালে মাঝখানে চালের উচ্চতা ১২-১৪ ফুটের উপরে হওয়া চাই।
ভাবছেন দুই সারি
করে গরু পালাবেন, তাহলে ঘরের পাশ(প্রস্থ) ২৪-২৫ ফুট রাখতে হবে আর এক সারি হলে
১৪-১৫ ফুট পাশ(প্রস্থ) হলেই চলবে।
তাহলে ঘর
লম্বাতে(দৈর্ঘ্য) কতটকু হবে?
সেই প্রশ্নের
উত্তর হল প্রতি গরুর জন্য পাশাপাশি গড়ে ৩-৪ ফুট জায়গা রাখতে হবে।তাহলে এক লাইনে ১০
টা গরু রাখলে আপনার জায়গা প্রয়োজন ৩০-৪০ ফুট।একইভাবে মুখোমুখি করে দুই লাইনে
১০টি করে ২০ টি রাখলেও জায়গা লাগবে ৩০-৪০
ফুট।
গরুর খাবার
পাত্রের জন্য জায়গা রাখতে পারেন ২ ফুট আর দাঁড়ানোর জন্য ৫-৫.৫ ফুট।পায়খানা প্রস্রাবের জন্য ২ ফুটের
একটি ড্রেন করে দিতে পারেন।
পরিষ্কার করা ও হাঁটা চলার জন্য গড়ে খামারের চতুর্দিকে ২-৩ ফুট করে জায়গা রাখলে সুবিধা।এই গেলো এক লাইনের মাপামাপি।
পরিষ্কার করা ও হাঁটা চলার জন্য গড়ে খামারের চতুর্দিকে ২-৩ ফুট করে জায়গা রাখলে সুবিধা।এই গেলো এক লাইনের মাপামাপি।
মুখোমুখী দুই
সারি করলে দু’সারির খাবার স্থানের মাঝখানে আনুমানিক
৪ ফুট জায়গা রাখতে হবে চলাচলের জন্য।
৪ ফুট জায়গা রাখতে হবে চলাচলের জন্য।
হয়ে গেল আপনার
চমৎকার খামার!এবার খামারে গরু তোলার পালা।সেই পালা আর একদিন শুনাব।ততক্ষন পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ এ like দিয়ে সাথে
থাকুন।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
No comments:
Post a Comment