খামারে ক্ষুরা রোগ মোকাবিলা দশ উপায়
১। খামারে অবশ্য ক্ষুরা রোগের ঠিকা সঠিক নিয়মে দিতে হবে।এতে আপনি ৯০% ঝুকি মুক্ত থাকবেন।
২। অসুস্থ প্রাণি থেকে ক্ষুরা রোগের জীবানু অনেক দূর ছড়াতে পারে।তাই আপনার পার্শবর্তী সকল খামারেরও টিকা প্রয়োগ আবশ্যক।
৩।ডেইরী খামারীরা কোরবানীর মৌসুমে খামারে নতুন গরু ক্রয় বন্ধ রাখুন।একটি অসুস্থ গরু,একজন খামারীকে সর্বশান্ত করার জন্য যতেষ্ট।
৪।একই খামারে ডেইরী ও ফ্যাটেনিং বিপদের কারন হতে পারে।তাই সাবধান!
৫।অসুস্থ গরু সুস্থ গর্য থেকে আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করুন।
৬।খামারের ফ্লোর নিয়মিত জীবানু ননাশক দিয়ে পরিষ্কার করুন।
৭।নিয়মিত ক্ষুরের মাঝে এবং জীহ্বায় খেয়াল করুন কোন ক্ষত আছে কিনা!
৮।খামারব বহিরগত দের প্রয়োগ সীমিত করুন
৯। অসুস্থ প্রাণিকে রেজিষ্টার্ট ভেটেরিনারি ডাক্তার দ্বারা চিকিৎসা করালে উত্তম
১০।আপনি সচেতন হোন অন্যকে সচেতন করুন।
আপনাদের সচেতনতায় পারে, খামারকে ক্ষুরা রোগের থাবা থেকে বাঁচাতে
ডা: সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অ:দা:)
রাঙ্গামাটি সদর
No comments:
Post a Comment