Translate

Friday, 2 June 2017

রাঙ্গামাটি পৌর এলাকায় ছাগলের পিপি,আর রোগের টিকা প্রদান আগামীকাল(০২/০৬/১৭)



ছাগলের সবচেয়ে বিপদজনক রোগ পি,পি,আর।এই রোগ হলে মৃত্যুর হার খুব বেশি থাকে। বর্ষা মৌসুমে এর প্রাদূর্ভাব সবচেয়ে বেশী ।আশার কথা হল,এই রোগের টিকা প্রয়োগে ছাগলকে প্রায় ৯৫% নিরাপদ করা যায়।আপনার ছাগলকে টীকা প্রয়োগ করেছেন তো!


রাঙ্গামাটি সদরের খামারীদের সুবিধার্থে, আগামীকাল(০২/০৬/১৭ খ্রিঃ) সকাল বেলা রাঙ্গামাটি পৌর সভার বিভিন্ন এলাকায় ন্যায্য মূল্যে এই টিকা প্রদান করা হবে রাঙ্গামাটি সদর প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে।

উক্ত এলাকার খামারীরা এই সেবা নিতে আগ্রহী হলে,
comment বক্সে নাম,ঠিকানা,মোবাইল নম্বর লিখুন অথবা এই পেইজের call now অপসানে গিয়ে call করতে পারেন(আগামী কাল সকাল ৭ টা থেকে ৮.৩০ এর মধ্যে)।

একটি টিকা বাঁচাতে পারে শত শত ছাগলের জীবন।বাঁচবে খামারী।
তাই সেবা নিন ভাল থাকুন

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment