Translate

Tuesday, 1 August 2017

Farmer Hope গরু মোটাতাজাকরনে খামারীর প্রশ্নোত্তর(পর্ব-২): খরচে গরুর জন্য দানাদার খাদ্য--কিভাবে?

গরু মোটাতাজাকরনে খামারীর প্রশ্নোত্তর(পর্ব-২):
কম খরচে গরুর জন্য দানাদার খাদ্য--কিভাবে?

সেই খাদ্যই আপনাকে বেঁচে নিতে হবে যা নিজেদের এলাকায় সুলভ মূল্যে পাওয়া যায়।সেই ক্ষেত্রে যেই ঋতুতে যেটা সহজ লভ্য সেটাই ব্যবহার যোগ্য।

কিন্তু খাদ্যে শুধু পেট ভড়লে হবে না, স্বাস্থ্যও ভড়তে হবে।তার মানে, খাদ্যের গুনগত মান ও পুষ্টিমান ভাল হওয়া চাই।বিভিন্ন দানাদার খাদ্যের মিশ্রনটা এমন হতে হবে যাতে ঐ খাদ্য গরুর স্বাস্থ্য ভাল করে।যাকে এক কথায় সুষম খাদ্য বলে।

কিন্তু প্রশ্ন হলে আপনি কিভাবে তা বুঝবেন?

সেই চিন্তাটা আপনি আমার উপর ছেড়ে দেন।আপনি আপনার এলাকায় বর্তমানে যেই সব দানাদার খাদ্যে কম দামে পাওয়া যাচ্ছে তা  এই পোষ্টের comments এ লিখুন।যদি সম্ভব হয় দাম সহ।আর এলাকার নামটি ও উল্ল্যেখ করতে পারেন।

পরবর্তী পোষ্টে আমি আপনার হাতের কাছে থাকা দানাদার খাদ্যগুলো দিয়েই খাদ্যের একটা মিক্সার বানিয়ে দেব।ফলে আপনার এলাকার সহজ লভ্য উপাদান দিয়েই তৈরি করতে পারবেন আপনার গরুর সুষম দানাদার খাদ্য মিশ্রন।

তাহলে আর দেরি না করে comments এ জানিয়ে দিন  আপনার এলাকার সহজ লভ্য দানাদার খাদ্য কি কি আছে?
আর   www.facebook.com/farmerhope.page এ like দিয়ে অপেক্ষা করুন আপনার গরুর জন্য খাদ্য মিশ্রনের ফর্মুলার জন্য।

ডা:সুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অ:দা:)
রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment