Translate

Friday, 12 May 2017

পাকচুং ঘাস চাষ পদ্ধতি



পাকচুং হল সবুজ রসালো,মোটা কাণ্ড,পাতা নরম এবং সুস্বাদু একটি উন্নত জাতের ঘাসযা সার বছর চাষ করা যায় এবং সারা বছরই ফলন দেয়এতে শুষ্ক পদার্থের পরিমান ১৫% এবং উন্নতমানের ক্রুড প্রোটিন ১৬ - ১৮ %

জমি নির্বাচনঃ
পাক চুং চাষেরর জন্য একটু উচু জমি নির্বাচন করতে হবে যাতে পানি জমে না থাকে
জমি তৈরীঃ
জমিতে ভাল করে দুই  চাষ দুই মই দিতে হবে তাহলে মাটি ঝুড় ঝুড়ে হবে এবং গাছের শিকর বড়তে সহায়ক হবে

সার প্রয়োগঃ
প্রতি একর জমিতে গোবর দিতে হবে ১৫ মেট্রিক টনসাথে সাথে টি,এস,পি লাগবে ৫০ কেজি, এমওপি ২৫ কেজি

ইউরিয়া ব্যবহারের নিয়মঃ
কাটিং রোপনের ২১  দিন পর ৫০ কেজি ইউরিয়া সার দিতে হবে  প্রতি একর জমির জন্যপরবর্তীতে ৪৫ দিন পর পর ৫০ কেজি করে দিতে হবে

পাচুং চাষ পদ্ধতিঃ
জমিতে রোপন সেচঃ

কাটিং: লাইন টু লাইন ফুট এবংকাটিং টু কাটিং ফুট প্রতি গর্তে কাটিং ক্রস করে ৪৫° কোন করে লাগাতে হবেভাল ফলন পাবার জন্য শুষ্ক মৌসুমে প্রতি ১০ দিন পর পর সে দিতে হবে

কর্তন কালঃ
১ম রোপনের ৬০ দিন  পর এবং পরবর্তীতে ৪৫ - ৬০ দিনকাটিং সংগ্রহের জন্য  ৯০ - ১২০ দিনের মধ্যে
উৎপাদনঃ
প্রতি বছর প্রতি একরে ২৩০ - ২৫০ মে.টন


ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment