প্রয়োজনীয় তথ্য
- উল্ল্যেখ করতে হবেঃ
- খামারের নাম,খামারীর নাম,ঠিকানা,ছবি,মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদি।
- প্রশিক্ষনের স্থানঃ
- প্রশিক্ষন কক্ষ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,রাঙ্গামাটি সদর।
- সময়ঃ
- সকাল ৯.৩০ টা
- তারিখঃ
- ২২,২৩,২৪ মে,২০১৭ ইং
- প্রশিক্ষনের বিষয়ঃ
- ডেইরী খামার ব্যবস্থাপনা,কৃত্রিম প্রজনন এবং রোগ জিজ্ঞাসা।
- আবশ্যকঃ
- ১) রাঙ্গামাটি সদর উপজেলার খামারী হতে হবে;
- ২) আসন খুবই সীমিত তাই আগে আসলে অগ্রাধিকার পাবে;
- ৩)নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
- ক্ষমতা সংরক্ষনঃ
- প্রশিক্ষনার্থীর তালিকা,প্রশিক্ষনের স্থান,সময়,বিষয় সহ প্রশিক্ষন সংক্রান্ত যাবতীয় বিষয় সংযোজন,বিয়োজন,পরিবর্তন বা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
ডাঃসুচয়ন
চৌধুরী
উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি
সদর
No comments:
Post a Comment