Translate

Saturday, 20 May 2017

রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীদের বিনামূল্যে প্রশিক্ষন প্রদান করা হবে

রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কতৃক উক্ত উপজেলার  ডেইরী খামারীদের বিনা মূল্যে প্রশিক্ষন দেওয়া হবে।আগ্রহীদের www.facebook.com/farmerhope.page/  এই page অথবা message অথবা comments অপশানে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হল।অফিস চলাকালিন সময়ে সরাসরি অফিসে এসে আবেদন করা যাবে।

প্রয়োজনীয় তথ্য


  • উল্ল্যেখ করতে হবেঃ
    •   খামারের নাম,খামারীর নাম,ঠিকানা,ছবি,মোবাইল নম্বর, ভোটার আইডি নম্বর ইত্যাদি।

  • প্রশিক্ষনের স্থানঃ 
    • প্রশিক্ষন কক্ষ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,রাঙ্গামাটি সদর।
  • সময়ঃ 
    • সকাল ৯.৩০ টা
  • তারিখঃ 
    •  ২২,২৩,২৪ মে,২০১৭ ইং
  • প্রশিক্ষনের বিষয়ঃ 
    • ডেইরী খামার ব্যবস্থাপনা,কৃত্রিম প্রজনন এবং রোগ জিজ্ঞাসা।
  • আবশ্যকঃ 
    • ১) রাঙ্গামাটি সদর উপজেলার খামারী হতে হবে;
    • ২) আসন খুবই সীমিত তাই আগে আসলে অগ্রাধিকার পাবে;
    • ৩)নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
  • ক্ষমতা সংরক্ষনঃ
    • প্রশিক্ষনার্থীর তালিকা,প্রশিক্ষনের স্থান,সময়,বিষয় সহ প্রশিক্ষন সংক্রান্ত যাবতীয় বিষয় সংযোজন,বিয়োজন,পরিবর্তন বা স্থগিতের ক্ষমতা কর্তৃপক্ষের থাকবে।
ডাঃসুচয়ন চৌধুরী

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)

রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment