Translate

Friday, 12 May 2017

সফল খামারী সুভাসের খামারের গল্প বিটিভিতে


রাঙ্গামাটির সদর উজেলার পৌরসভার রাঙ্গাপানি এলাকায় সুহাস চাকমাকে কম বেশি সবাই এক নামে চিনে ডেইরী খামারী হিসেবে।নিজের ঘাম ঝড়িয়ে তিল তিল করে গড়ে তোলা খামার, তাকে দিন দিন উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে।

তার সেই সাফল্যের কথা বাংলাদেশ টেলিভিশন “বাংলার কৃষি” অনুষ্ঠানে তুলে ধরেন।তার সেই সাফল্যের গল্প শুনতে যে কোন খামারীরই ভাল লাগবে।
তিনি একটা একটা করে গাভীগুলোকে গড়ে তুলেছেন।নেপিয়ার,পাকচুং এবং জার্মান ঘাসের বিশাল বিশাল প্লট তৈরী করেছেন।শুধু মাত্র নিজের ঐকান্তি প্রচেষ্ঠা আর মনোবলের কারনে।তার সফলতার আরো একটি মুল কারন হল,তিনি নিয়মিত ভাবে রাঙ্গামাটি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কৃত্রিম প্রজননসহ বিভিন্ন সেবা নিয়ে দিনের পর দিন নিজের খামারকে সমৃদ্ধ করেছেন।আমাদেরও সেই গল্প বলতে ভাল লাগে।
তার সেই গল্প আপনাদের সামনে তলে ধরার জন্য একটা ভিডিও লিংক শেয়ার করলাম সময় পেলে একটু দেখে নিতে পারেন।


No comments:

Post a Comment