প্রিয় খামারীরা,
আমরা কি পারি না,আগামীকাল আমাদের খামারের ১ লিটার দুধ এক বা একাধিক মানুষের হাতে তুলে দিতে, যাদের নিয়মিত দুধ পানের সুযোগ হয় না?অবশ্যই পারি।
রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীরা সেরকম একটা উদ্যোগ নিয়েছেন। আগামীকাল উনারা প্রত্যেকে কমপক্ষে এক লিটার দুধ বিনা মুল্যে বিতরনের জন্য প্রদান করবে।যা প্রাণিসম্পদ বিভাগ এর তত্ত্বাবধানে সংগ্রহ করে, ভেদভেদী সরকারী শিশূ সদনের শিশু-কিশোরদের মাঝে বিতরন করা হবে।
আমরা কি পারি না,আগামীকাল আমাদের খামারের ১ লিটার দুধ এক বা একাধিক মানুষের হাতে তুলে দিতে, যাদের নিয়মিত দুধ পানের সুযোগ হয় না?অবশ্যই পারি।
রাঙ্গামাটি সদর উপজেলার ডেইরী খামারীরা সেরকম একটা উদ্যোগ নিয়েছেন। আগামীকাল উনারা প্রত্যেকে কমপক্ষে এক লিটার দুধ বিনা মুল্যে বিতরনের জন্য প্রদান করবে।যা প্রাণিসম্পদ বিভাগ এর তত্ত্বাবধানে সংগ্রহ করে, ভেদভেদী সরকারী শিশূ সদনের শিশু-কিশোরদের মাঝে বিতরন করা হবে।
আপনার এলাকায় আপনিও এরকম একটা উদ্যোগ নিতে পারেন।আপনার এই উদ্যোগ নিঃসন্দেহে একটি মুখে হাসি ফুটাবে।যার মূল্য অমূল্য......
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
No comments:
Post a Comment