প্রিয়খামারীবৃন্দ,
আপনার মোটাতাজাকরনের জন্য কেনা গরুটি যদি কৃমিতে ভরপুর থাকে তাহলে,আপনি গরুকে যা খেতে দিবেন তার পুষ্টিকর অংশে ভাগ বসাবে, ঝাঁকে ঝাঁকে পেটের ভিতর লুকিয়ে থাকা বিভিন্ন জাতের এই পরজীবিরা।
আপনার মোটাতাজাকরনের জন্য কেনা গরুটি যদি কৃমিতে ভরপুর থাকে তাহলে,আপনি গরুকে যা খেতে দিবেন তার পুষ্টিকর অংশে ভাগ বসাবে, ঝাঁকে ঝাঁকে পেটের ভিতর লুকিয়ে থাকা বিভিন্ন জাতের এই পরজীবিরা।
আর পেটের বাইরে অর্থাৎ চামড়ার উপর
আটঁলী,উকুন ইত্যাদি থাকলে তো আর কথাই নেই।শরীরের সব রক্ত চুষে খেয়ে সাবার করবে।তখন
মোটাতাজা বাদ দিয়ে গরুর জীবন নিয়ে টানাটানি শুরু হবে।
তবে একটু খেয়াল রাখলে এই টানাটানিতে
আপনাকে পড়তে হবে না।কি করবেন?
মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুটি যদি সুস্থ,স্বাভাবিক ও অক্ষত থাকে তাহলে প্রথমে গরুকে খুব ভাল ভাবে ঘসে-মেজে গোসল করিয়ে স্মার্ট করতে হবে।প্রথম বার গোসল করানো সময় Tichlofor vet বা এ জাতীয় বহিঃপরজীবি নাশক নির্দেশনা মোতাবেক মিশিয়ে নিতে পারেন।মনে রাখবেন স্বাভাবিক আবহাওয়ায় প্রতি সপ্তাহে কমপক্ষে ২-৩ বার গোসল করিয়ে গরুকে স্বস্তির মধ্যে রাখতে হবে।
গোসলের সময় গায়ের চামড়ায় হালকা মেসেজ করতে পারলে ভাল হয়।এতে শরীরের বাহ্যিক অংশে রক্ত চলাচল বাড়ে আর মাংস বৃদ্ধি ত্বরান্বিত হয়।
মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুটি যদি সুস্থ,স্বাভাবিক ও অক্ষত থাকে তাহলে প্রথমে গরুকে খুব ভাল ভাবে ঘসে-মেজে গোসল করিয়ে স্মার্ট করতে হবে।প্রথম বার গোসল করানো সময় Tichlofor vet বা এ জাতীয় বহিঃপরজীবি নাশক নির্দেশনা মোতাবেক মিশিয়ে নিতে পারেন।মনে রাখবেন স্বাভাবিক আবহাওয়ায় প্রতি সপ্তাহে কমপক্ষে ২-৩ বার গোসল করিয়ে গরুকে স্বস্তির মধ্যে রাখতে হবে।
গোসলের সময় গায়ের চামড়ায় হালকা মেসেজ করতে পারলে ভাল হয়।এতে শরীরের বাহ্যিক অংশে রক্ত চলাচল বাড়ে আর মাংস বৃদ্ধি ত্বরান্বিত হয়।
গরু ক্রয়ের প্রথম সপ্তাহের মধ্যে ivermectin
গ্রুপের ঔষধ যেমনঃAmectin plus,Vermic ইত্যাদি ঔষধ রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের
পরামর্শ মত চামড়ার নীচে প্রয়োগ করতে হবে।
এই সমস্ত কাজ করে শরীরের বাইরের অংশের আপদ বিদেয় করতে পারলে,দেখবেন
গরু শান্তিতে ঘুমাতে থাকবে আর মোটা হতে থাকবে।
তবে পেটে যদি কিছু দুশমন অর্থাৎ অন্তঃপরজীবি থেকে যায়, তাহলে গরুর আরামের ঘুম হারাম করে দিতে পারে।তবে সেই দুশমন দমনের কৌশল জানতে পারবেন পরবর্তী পর্বে। সেই পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ পেইজে like দিয়ে সাথেই থাকুন।আর যত পারেন Share করেন, যাতে আপনার সাথে অন্য একজনও গরু মোটাতাজাকরনের বিজ্ঞান সম্মত পদ্ধতি প্রয়োগ করে কোরবানীর জন্য স্বাস্থ্যকর বিশাল দেহের গরু উপহার দিতে পারে।
ডাঃসুচয়ন চৌধুরীতবে পেটে যদি কিছু দুশমন অর্থাৎ অন্তঃপরজীবি থেকে যায়, তাহলে গরুর আরামের ঘুম হারাম করে দিতে পারে।তবে সেই দুশমন দমনের কৌশল জানতে পারবেন পরবর্তী পর্বে। সেই পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ পেইজে like দিয়ে সাথেই থাকুন।আর যত পারেন Share করেন, যাতে আপনার সাথে অন্য একজনও গরু মোটাতাজাকরনের বিজ্ঞান সম্মত পদ্ধতি প্রয়োগ করে কোরবানীর জন্য স্বাস্থ্যকর বিশাল দেহের গরু উপহার দিতে পারে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর
No comments:
Post a Comment