Translate

Sunday, 2 July 2017

Farmerhope গরুমোটাতাজাকরনের খুটিনাটি (পর্ব ২): গরুর দাঁত দেখে বয়স নির্নয়




মোটাতাজাকরনের জন্য ১.৫ থেকে ২.৫ বছরের সুস্থ গরুই সেরা।কিন্তু কিভাবে বুঝবেন সেটা! আসুন জেনে নেয়া যাক.........

জন্মের পরপর বাচুরের নীচের চোয়ালের সামনে যে ঝকে ঝকে দাঁত গুলো দেখা দিয়ে কিন্তু বয়স বুঝা যায় না।এগুলো হল দুধের দাঁত (deciduous incisor teeth)।বয়স বাড়ার সাথে সাথে দুধের দাঁত পড়তে থাকে আর স্থায়ীদাঁত গঁজাতে শুরু করে।

১.৫ বছর বয়সে নীচের চোয়ালের  সামনের দিকে ঠিক মাঝ বরাবর এক জোড়া দাঁত(permanent incisor teeth) গঁজাতে দেখা যায়।অন্য দাঁতদের পদদলিত করে সে মাথা উচু করে দাঁড়াতে থাকে।যেহেতু তাদের শক্ত ঘাস কাটতে হবে তাই গায়ে গোঁতরে দুধের দাঁতের চেয়ে অনেক মোটাসোটা।

এই দন্ত যুগল ২ বছরের মধ্যে নিজের অস্থিত্ব সম্পূর্নরুপে জাহির করে।আর থাপ্পর দিয়ে পার্শবর্তী দাঁতগুলোকে ফেলে দিতে থাকে।এটা গরুর কিশোর বয়স।ঠিক মত আদর যত্ন পেলে অল্প সময়ের মধ্যেই সে পালোয়ান হয়ে উঠবে, সে কথা কে না জানে।

বয়স যখন আড়াই ছুঁই ছঁই করে তখন প্রথম জোড়ার দুই পাশে একটি করে মোট দুইটি স্থায়ী দাঁত জন্মে।অর্থাৎ নীচের সামনে চোয়ালের মোট দাঁত হল চার জোড়া।তার মানে সেই গরুর বয়স এখন ৩ বছর।তারপরে
বয়স বাড়বে, দাঁত বাড়বে ।এভাবেই চলতে থাকবে............।

সব কথার শেষ কথা।মোটাতাজাকরনের জন্য দুই দাঁতের গরুই সেরা।সেরা গরু কিনে কিভাবে বাজারের সেরা করে তুলবেন সেই গল্প আগামী পর্বে পাবেন।সেই পর্যন্ত www.facebook.com/farmerhope.page/ এ like দিয়ে সাথেই থাকুন।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদঃ)
রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment