Translate

Saturday, 1 July 2017

Farmer Hope গরুমোটাতাজাকরনের খুটিনাটি (পর্ব ১): গরু নির্বাচন




গরু মোটাতাজাকরন প্রকল্পের লাভবান হতে হলে প্রথম প্রয়োজন ভাল মানের গরু নির্বাচন।যে গরুটি কে আপনি ৩ মাস খাইয়ে পরিয়ে মোটাতাজাকরন করার কথা ভাবছেন সেটি যদি রোগাপটকা হয় তাহলে আপনার লাভের আশা,আশাই থেকে যাবে।

 খেয়াল করতে হবে গায়ের চামড়া,পা,পেটের নীচে কোন ক্ষত আছে কিনা।যদি ঠিকঠাক থাকে তা হলে এবার গায়ের চামড়াটা টেনে দেখুন।মোটাতাজাকরনের জন্য নির্বাচিত গরুর চামড়া কিন্তু একটু ডিলাঢালা হওয়া চাই।
গরুটিকে একটু হাটিয়ে দেখতে পারেন।যদি দেখেন গরুটি বীর দর্পে আপনার সামনে দিয়ে গবগব করে হেঁটে যাচ্ছে,তাহলেই বুঝা যাবে কিছু দিন পরে জনাব ঘোড়ার মত দোড়াইয়া বাজারে শ্রেষ্ঠত্বের আসন অলংকিত করতে পারবেন!
বাচ্চা কাচ্চা অথবা বুড়াবুড়ি বয়সের গরু দিয়ে গরু মোটাজাতাকরনের চেষ্টা আর ছাগল দিয়ে হালচাষ একই কথা।তাই এ কাজের জন্য টগবগে তরুন গরুকে বাচাই করতে হবে।তাহলে অচিরেই সে দুরন্ত যৌবন প্রাপ্ত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিবে।আর আপনিও তখন হেসে হেসে বলতে পারবেন “দেখেন ভাই আমার খামারের প্রোডাক্ট।” গর্বে আপনার বুকটা ভরে যাবে।
তাহলে তার বয়সটা কত হওয়া উচিত?কেউ বলেন ১.৫ বছর আবার কেউ বলেন ২.৫ বছর ।আর আমি বলি ২ বছর হলে ভাল, তবে ৩ বছরের উপর নয়।

কিভাবে বুঝবেন গরুর বয়স কত তা জানার জন্য পরবর্তী পোষ্ট দেখার অনুরোধ রইল।ভাল লাগলে এই Blog এ like দিয়ে রাখতে পারেন।তাহলে কোন পোষ্টই আপনার চোখ এড়িয়ে যাবে না।


ডাঃসুচয়ন চৌধুরী

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment