জাতীয়
সিভিল সার্ভিস দিবস,২০১৭ উপলক্ষে রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গাপানি এলাকায়
বিনামূল্যে টীকা প্রদান,কৃমিনাশক বিতরন,উন্নত জাতের ঘাস চাষ বিতরন,চাষী পরামর্শ সহ
বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় থেকে থেমে পড়তে থাকা অঝোড়
ধারার বৃষ্টি।
তারপরেও স্থানীয় খামারীরা বৃষ্টির ফাঁকে ফাঁকে তাদের গরু ছাগল,হাঁস মুরগী নিয়ে হাজির হয়ে যায় সেবা কেন্দ্রে আর রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের নিবেদিত প্রাণ কর্মীরা গায়ে রেইন কোর্ট পড়ে আগত পশু-পাখিকে সেবা দিতে থাকে।মাঠ পর্যায়ে ঝড় বাদলে কাজ করা যে কত কষ্টকর তা কেবল মাঠে নামলেই বুঝা যায়।আমরা সেই দেশের প্রাণিসম্পদের উন্নয়নে সেই কষ্ট সহ্য করতেও প্রস্তুত।।
রাঙ্গামাটি প্রাণিসম্পদ দপ্তরের সকল সহকর্মী ও উপস্থিত স্থানীয় খামারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,
রাঙ্গামাটি সদর
তারপরেও স্থানীয় খামারীরা বৃষ্টির ফাঁকে ফাঁকে তাদের গরু ছাগল,হাঁস মুরগী নিয়ে হাজির হয়ে যায় সেবা কেন্দ্রে আর রাঙ্গামাটি সদর উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের নিবেদিত প্রাণ কর্মীরা গায়ে রেইন কোর্ট পড়ে আগত পশু-পাখিকে সেবা দিতে থাকে।মাঠ পর্যায়ে ঝড় বাদলে কাজ করা যে কত কষ্টকর তা কেবল মাঠে নামলেই বুঝা যায়।আমরা সেই দেশের প্রাণিসম্পদের উন্নয়নে সেই কষ্ট সহ্য করতেও প্রস্তুত।।
রাঙ্গামাটি প্রাণিসম্পদ দপ্তরের সকল সহকর্মী ও উপস্থিত স্থানীয় খামারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর,
রাঙ্গামাটি সদর
No comments:
Post a Comment