Translate

Thursday, 13 July 2017

Farmer Hope গরু মোটাতাজাকরনের খুঁটিনাটি(পর্ব-৭)ঃ হজম বৃদ্ধিকারক


গরু যা খেল তা যদি মল-মুত্র দিয়েই বের হয়ে যায় তাহলে শরীরে থাকল কি!আপনি কষ্ট করে গরুতে খাবার দেন আর  সে সব বের করে দিবে, তাহলে কি চলবে! অবশ্যই না।

খাবারকে মাংসে পরিনত করতে হলে সেই খাবারের সঠিক হজম হওয়া চাই।গরুর পেটের কার্যকারিতা যদি ভাল থাকে তা হলে ভাল ভাবে হজম করতে পারবে।পেটের কার্যকারিতা বৃদ্ধি সব চেয়ে সহজলভ্য ঔষধ হল “আদা” ।এটি পরিমার মত খাওয়ালে হজম প্রক্রিয়া ত্বরানিত হবে।এটা হলো পুরানো কবিরাজি।

যদি নতুন ডাক্তারি চান তাহলে বলতে হবে দোকান থেকে কিনে নিতে পারেন
Digitop/Stoma vet/Digimix ইত্যাদি অথবা যেকোন ভাল কোম্পানির এ জাতীয় পাউডার যা নিয়ম অনুযায়ী খাওয়াতে পারেন।তবে টানা ৩-৫ দিনের বেশি নয়।

এরা গরুর পেটকে ভাল রাখবে।ফলে গরুকে যতই খাওয়াতে থাকেন না কেন পেট ফুলা,বদ হজম,ক্ষুধা মন্দা জাতীয় সমস্যা গুলো গরুকে আর তেমন কাবু করতে পারবে না।গরু মনের আনন্দে ঘাস চিবুতে থাকবে।আর যত বেশি চিবুনি তত বেশি ওজন।এর মাধ্যমে আপনি কম খাবার খাওয়ায়ে বেশি ওজন আনতে পারবেন।কারন এ ক্ষেত্রে বেশির ভাগ খাবারই তার শরীরে কাজে লাগবে।

পেট না হয় ভাল কাজ করছে,কিন্তু আপনি গরুকে পর্যাপ্ত খাবার দিচ্ছেন তো!যদি খাবারই কম হয় তাহলে আর হজম শক্তি বাড়িয়ে লাভ কি?তাহলে গরু কতটুকু ঘাস খাওয়াবেন? সেই বিষয়ে পরের পর্বে আলোচনে হবে।সেই পর্যন্ত 
 www.facebook.com/farmerhope.page/ like দিয়ে সাথেই থাকুন।আর মোটা তাজাকরন সম্পর্কে কোন বিষয় জানার থাকলে message করুন।আপনার প্রয়োজনীয় বিষয়টা নিয়ে পরবর্তীতে পোষ্ট লিখার চেষ্টা করব।

ডাঃসুচয়ন চৌধুরী
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ)
রাঙ্গামাটি সদর

No comments:

Post a Comment